ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলা প্রেসক্লাবের ১ বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ই মে) বিকাল সাড়ে ৫ টায় ধুনটের কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক কারিমুল হাসান লিখন। সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা কে (দৈনিক সমকাল) সভাপতি এবং এম এ রাশেদ দৈনিক গন মানুষের আওয়াজ) বগুড়া প্রতিনিধিকে সাধারন সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি সাংবাদিক রাকিবুল ইসলাম (বাংলাদেশের আলো), যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন (দৈনিক আমার দিন ), দপ্তর সম্পাদক প্রকাশ কুমার সাহা (বিডি নিউজ ফাষ্ট ডট কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়ামুল ইসলাম (দৈনিক নবীন বার্তা), কোষাধ্যক্ষ নিত্যানন্দ শীল (দৈনিক আলোকিত ভোর)।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য জিল্লুর রহমান (নিউজ এবি টিভি ডট কম) সুমন হোসেন (দৈনিক সকালের শিরোনাম) ও সোহেল রানা (দৈনিক মাতৃ কলম)। এছাড়া কারিমুল হাসান লিখন (আমার সংবাদ) কে উপদেষ্টা ও প্রধান সমন্বয়কারী করা হয়েছে।